মেহের আমজাদ, মেহেরপুর-
“আমি আছি আমি থাকব ক্যান্সারের বিরুদ্ধে লড়ায়ে” এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে মেহেরপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে একাটি র্যালী বের করা হয়। সিভিল সার্জন ডাক্তার নাসিরউদ্দিনের নেতৃত্বে র্যালিটি জেনারেল হাসপাতাল থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন করে সিভিল সার্জন অফিসের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলোক কুমার দাস। প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার নাসিরউদ্দিন। সভায় অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজী রওশন নাহার, ইপিআই সুপার আব্দুস সালাম প্রমুখ।