মেহেরপুর পৌর মেয়রের ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৬, ২০২০

মেহেরপুর পৌর মেয়রের ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা


মেহের আমজাদ, মেহেরপুর :
মুজিববর্ষের চলমান কর্মসূচির আওতায় মেহেরপুর শহরের ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

 শহরের ফুটপাত দখল করে যেসব স্থাপনা অবৈধভাবে গড়ে উঠেছে সেসব স্থাপনা মালিকদের আগামী দুইদিনের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে শহরের বিভিন্ন সড়ক পরিদর্শনের সময় ফুটপাত দখল মুক্ত করার ঘোষনা দেন পৌর মেয়র । এসময় তিনি বলেন, এই মুজিববর্ষে মেহেরপুর পৌরবাসীর জন্য সুষ্ঠ সুন্দর মেহেরপুর উপহার দেবো।  পৌর মেয়র আরও বলেন, মেহেরপুর শহরে ফুটপাত দখল করে দোকানসহ নানা রকমের অস্থায়ী স্থাপনা গড়ে উঠেছে। এতে স্কুলগামী শিক্ষার্থী সহ জনসাধারণের চলচলে চরম অসুবিধার মুখে পড়তে হয়। রাস্তায় নেমে চলাচল করতে অনেকেই ছোটবড় দূর্ঘটনার শিকার হয়। জনগনের চলাচলের জন্য খুব শিঘ্রই ফুটপাতগুলো দখল মুক্ত করা হবে। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন।

Post Top Ad

Responsive Ads Here