ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের সদর উপজেলায় ডিবি পুলিশের একটি চৌকশ দল অদ্য ইং-০৩/০২/২০২০ তারিখ মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে আসামী ১। তারা বানু , স্বামী- মোঃ জাহাঙ্গীর আলম,সাং-চুটলিয়া,২।মোঃ আরিফুল ইসলাম,পিতা- মৃত শফিউদ্দিন পেশকার,সাং-আরাপপুর,উভয় থানা ও জেলা-ঝিনাইদহদ্বয়কে ২৪ (চব্বিশ) বোতল ফেন্সিডিল সহ আটক করে।