ডেস্ক সংবাদ:
দীর্ঘ ১৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত রোববার রাত ১২ টায় মারা যায় আহত আফসার প্রামানিক।
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের বাজার কান্দি গ্রামের হান্নান প্রারামানিকের নেতৃত্বে একদল সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে আফসার প্রামানিক(৪০) এর ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করে।
আফসার প্রামানিকের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ সোমবার সকালে ঢাকা থেকে তার লাশ আনা হলে সদরপর থানা পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে নিহত আফসার প্রামানিকের বড় ভাই মাইনদ্দীন প্রামানিক বাদী হয়ে ২৪ জনকে আসামি করে সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
উল্লেখ, গত ১৫ জানুয়ারি দুপুরে আফসার প্রামানিক শ্রীরামদিয়া বাজার হইতে বাড়ি ফেরার পথে তৌহিদের কাঁচা মালের দোকানে সামনে পৌছালে পূর্ব পরিকল্পিতভাবে এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্র রাম দা, ছ্যান দা, চাইনিজ কুড়াল, দিয়ে তার ওপর অর্তকিত হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার বাম পায়ের নিচের অংশ কেটে ফেলে।
এ ব্যাপরে সদরপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর জানান, নিহতের বড় ভাই মাইনদ্দীন ১৫ জানুয়ারি বাদী হয়ে ২৪ জনকে আসামি করে মামলা করেছে। উক্ত মামলায় আসামিরা জামিনে আছে।
চরবিষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, এলাকায় আধিপত্যর বিস্তারকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তার মৃত্যুতে আমি মর্মাহত হত্যা কাণ্ডের সাথে যারা জড়িত সুষ্ঠ তদন্ত মাধ্যমে দোষীদের দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবি জানান তিনি।