কলাপাড়ায় গভীর রাতে মমতাজ বেগমের বসতঘরে লুটপাট ও আগুন - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Tuesday, February 18, 2020

কলাপাড়ায় গভীর রাতে মমতাজ বেগমের বসতঘরে লুটপাট ও আগুন


রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:  কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চন্দুপাড়া গ্রামের মোসা: মমতাজ বেগমের ভাড়া দেয়া টিনসেট বিল্ডিং ঘরটি দৃবৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে। সোমবার গভীর রাতে কে বা কাহারা আগুন লাগিয়ে ঘরটি পুড়িয়ে দেয়।  ফলে ঘরসহ মালামাল পুড়ে[ প্রায় ১৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। 

এ ঘটনায় ওই ঘরের ভাড়াটিয়া মো: সরোয়ার গাজী  মঙ্গলবার আইনগত ব্যবস্থা গ্রহনের আবেদন করেছেন। আবেদনে তিনি উল্লেখ করেছেন , মোসা: মমতাজ বেগম এর নিকট থেকে লালুয়ার চান্দুপাড়া গ্রামের হোলডিং নং- ৬৭৮, টিনসেট বিল্ডিংটি ভাড়া নিয়ে বসবাস করি। ঘটনার দিন সোমবার গভীর রাতে ওই ঘরে তালা দিয়ে একই ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের নিজ বাড়িতে চলে আসে। মঙ্গলবার ভোর রাত অনুমানিক ৪টার দিকে আমার কাজের লোক   মিলনের মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি কে বা কাহারা আমার ভাড়াটিয়া বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ওই সংবাদ পেয়ে আমি অনুমানিক সাড়ে পাঁচ টার দিকে চন্দুপাড়া গিয়ে ঘরের আগুন নিভিয়ে ফেলি।  এতে আমার ঘরে থাকা এক লাখ টাকার ইলিশ মাছ ধরার জাল, ও আসবাব পত্রসহ মোট তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ঘরটি পুড়ে যাওয়ায় প্রায় ১২ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। 

এ ব্যাপারে  লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, চান্দুপাড়া গ্রামের একটি ঘর পুড়ে যাওয়ার খবর পেয়েছি। ওই ওয়ার্ডে  মেম্বরকে তদন্ত করে দেখতে বলেছি। এ ব্যাপারে কলাপাড়া থানার এসআই সম্ভিত রায় বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে ঘরটিতে কেউ আগুন লাগিয়ে দিছে।

No comments: