ধনবাড়ীতে ভাতিজাদের হাতে চাচা খুন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারী ০৪, ২০২০

ধনবাড়ীতে ভাতিজাদের হাতে চাচা খুন


ধনবাড়ী প্রতিনিধি:টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের বলদীআটা গ্রামে মঙ্গলবার(৪ ফেব্রুয়ারী ২০ইং) দুপুরে ভাতিজাদের হাতে চাচা খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত ইন্তাজ আকন্দ (৬৫) বলদী আটা গ্রামের মৃত হিম্মত আকন্দের ছেলে।


নিহত ইন্তাজ আকন্দের স্ত্রী খোদেজা বেগম ও তার মেয়ে চামেলী জানান, দীর্ঘদিন যাবত আলাউদ্দিন বিএস ও তার ভাই তোতা, লিটন, হাছেনরা আমাদের সাথে জমি নিয়ে বিরোধ করে আসছিলো। মঙ্গলবার(৪ ফেব্রুয়ারী ২০ইং)  দুপুরে আমার বাবা জমি চাষ করতে গেলে  প্রতিপক্ষ  আলাউদ্দিন গংরা মিলে আমার বাবার বাঁধা দেয়। কথা কাটাকাটি’র এক পর্যায় আমার বাবাকে তারা আঘাত করে। আঘাত করার সাথে সাথেই তাতক্ষণিকভাবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় অভিযুক্ত আলাউদ্দিন গংরা ইন্তাজ আকন্দের মৃত্যুর পর থেকেই পালাতক রয়েছে। 
বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আলম তালুকদার বাবুল স্থানীয় ইউপি সদস্য হায়দার আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবং মামলার প্রস্তুতি চলছে।

Post Top Ad

Responsive Ads Here