মেহের আমজাদ, মেহেরপুর-
মেহেরপুরের বামনপাড়ায় মোটরসাইকেল ও পাখি ভ্যানের সংঘর্ষে দুইজন আহত হয়েছে। গতকাল রবিবারে বেলা ১১ টার দিকে মেহেরপুর সদরের মেহেরপুর-মুজিবনগর সড়কের বামনপাডায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। আহতরা হলো - মেহেরপুরের বামন পাড়া গ্রামের তারিকুজ্জামান তারিকের এর ছেলে রাফি(১৭) এবং একই গ্রামের খবির উদ্দিনের ছেলে মোহাম্মদ জাহিদ হোসেন(৩৭)। স্থানীয়রা জানান, একজন মোটরসাইকেলযোগে বাসায় আসছিল ও অন্যজন মাছ বিক্রি শেষে পাখি ভ্যান নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিল। এসময় একটি যাত্রীবাহি বাসকে সাইড দিতে গিয়ে দুজনের মধ্য্যে সংঘর্ষে সৃষ্টি হয়। এতে দুইজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে জাহিদের একটি পা ভেঙ্গে গিয়েছে ও বিভিন্ন স্থানে কেটে গেছে এবং রাফির একটি হাত ভেঙ্গে গিয়েছে ও পায়ের বিভিন্ন স্থানে কেটে গেছে । তারা দুজনই এখন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।