ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের
আলফাডাঙ্গা উপজেলাধীন গোপালপুর বাজার বোর্ড অফিসের পিছনে মেহগনি গাছের
ভীতরে টাকার বিনিময়ে তাসের জুয়া খেলার অপরাধে
সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুর রহমান ভ্রাম্যমাণ
আদালত পরিচালনা করে জুয়াড়ু কে আটক করে পনেরো দিনের
বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
দন্ডপ্রাপ্তরা হলেন-১)পানাইল গ্রামের
নজরুল ইসলাম ২) কুলধর গ্রামের ইকবাল তালুকদার ৩) চানড়া গ্রামের আরব আলী ৪)বুড়াইচ গ্রামের আজাদ শিকদার ও ৫) গোপালপুর গ্রামের রফিকুল ইসলাম ।
তাদের
নিকট থেকে পাঁচ টি মোবাইল ফোন নগদ এগারো হাজার টাকা (প্রায় ) ও অন্যান্য
জুয়াড়ু সরঞ্জাম উদ্ধার করা হয় ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময়
আলফাডাঙ্গা থানা পুলিশের পক্ষ হইতে এস আই শাহারিয়ার হোসেন সহ অন্যান্য
পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন । আজ দুপুরে দন্ডপ্রাপ্তদের কে ফরিদপুর জেল
হাজতে প্রেরণ করা হয়েছে ।