সোহান মাহমুদ,জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লা দিয়াড় উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হারুন অর রশিদ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক যুবক শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর বাহাদুরমোটোলার মৃত সেরাজুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নিজ বাড়ি হতে হারুন অর রশিদকে আটক করা হয়। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ রয়েছে। জানাগেছে, প্রেমের সম্পর্কের জের ধরে নিজ বাড়ীতে ডেকে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষন করে হারুন অর রশিদ। ফলে অন্তসত্তা হয়ে পড়ে মেয়েটি। পরে শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, ধর্ষণের অভিযোগ পাওয়া মাত্রই পুলিশের তৎপরতায় ধর্ষক হারুনকে আটক করা হয়। এ ঘটনায় ধর্ষিতার পিতা মোশারফ হোসেন বাদি হয়ে থানায় মামলা করেন। এছাড়া ধর্ষিতার মেডিকেল পরীক্ষার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।