ফরিদপুর শহরে ছিটানো হচ্ছে জীবাণুনাশক, জনমনে স্বস্তি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ২৫, ২০২০

ফরিদপুর শহরে ছিটানো হচ্ছে জীবাণুনাশক, জনমনে স্বস্তি


ফরিদপুর প্রতিনিধি :
করোনাভাইরাস প্রতিরোধে ফরিদপুর শহরে জেলা প্রশাসনের পক্ষ হতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় জীবাণুনাশক ছিটানো হচ্ছে। মঙ্গলবার ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশনায় শহরের বিভিন্ন প্রধান সড়ক, বিভিন্ন সরকারি দপ্তর ও কয়েকটি বাজারে ফায়ার সার্ভিসের গাড়ির মাধ্যমে জীবাণুনাশক ছিটানো হ্য়।

এদিকে জেলা প্রশাসকের নির্দেশে ফায়ার সার্ভিসের গাড়ির মাধ্যমে শহরে জীবাণুনাশক ছিটানো ব্যবস্থপনায় জনমনে কিছুটা হলেও স্বস্তি বোধ করছেন শহরবাসী।

কুবাদ নামে এক ব্যবসায়ী বলেন, দারুন একটি কাজ করছে জেলা প্রশাসন। এতে আমাদের ভিতর আরো বেশি স্বস্তি দায়ক অনুভূতি হচ্ছে আগের থেকে। তিনি বলেন আমরা আশা করবো জেলা প্রশাসক মহোদয় এটা চলমান রাখবে এই সময়ে প্রতিদিন।


এ বিষয়ে জেলা প্রশাসক জানান, করোনাভাইরাস মোকাবেলায় মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে আজ থেকে শহরের জীবাণুনাশক স্প্রে করা শুরু হয়েছে। প্রতিদিন দুইবার করে শহরের বিভিন্ন এলাকায় স্প্রে করা হবে। এই কাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাজ করছে।

Post Top Ad

Responsive Ads Here