হোম কোয়ারেন্টাইনে না থাকায় এক নারীসহ দুইজনকে ২৫ হাজার টাকা জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মার্চ ২০, ২০২০

হোম কোয়ারেন্টাইনে না থাকায় এক নারীসহ দুইজনকে ২৫ হাজার টাকা জরিমানা


জেলা প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করায় এক নারীসহ দুইজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।  বৃহস্পতিবার দুপুরে উপজেলার রহনপুর পৌর এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করায় তাদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

ইউএনও মিজানুর রহমান জানান, গত ১৩ মার্চ তারা দেশে ফিরলে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। তা অমান্য করে  বাইরে ঘুরে বেড়ানোর কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছিল। স্বাস্থ্য কর্মকর্তাকে নিয়ে এক নারীকে ৫ হাজার ও অপর আরও একজনকে ২০ হাজার টাকা জরিমানা ও তাদের বাধ্যতামুলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here