নিজস্ব প্রতিনিধি:
মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুরে। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামে এই নৃশংস খুনের ঘটনা ঘটে।
নিহত বাগজান গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে নুরুল হক (৭০) সে পেশায় একজন কবিরাজ ছিলো বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের ছোট ছেলে আরিফ মিয়া বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেছেন।
সূত্র মতে, খুনের ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহত নুরুল হকের ছেলে ঘাতক লাভলু মিয়া (২৭)। তবে খুনের ঘটনায় সহযোগিতার অভিযোগে ঘাতক লাভলুর প্রেমিকা রোকেয়া আক্তার (২৫) কে আটক করেছে থানা পুলিশ। রোকেয়া একই উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা গ্রামের রফিক মিয়ার মেয়ে।
নিহত নুরুল হকের ছোট ছেলে আরিফ মিয়া জানান, গত ২৭ ফেব্রæয়ারী টাঙ্গাইল জেলে যাওয়ার পর মঙ্গলবার জামিনে মুক্ত হয়েই রাত সাড়ে ৯ টার দিকে লাভলু একটি মোটরসাইকেল যোগে বাড়ীতে প্রবেশ করে। সে সময় তার প্রেমিকা রোকেয়া আক্তার ছিলো। হাতে ধারালো একটি রামদা নিয়ে ঘরে ঢুকেই বাবাকে উদ্দেশ্য করে বলে, আমার জামিনে বের হতে ২০ হাজার টাকা লেগেছে ওই টাকা দে।
অস্বীকৃতি জানালে বাবাকে চৌকি থেকে টেনে হিচড়ে মাটিতে নামিয়ে বুকের উপর চড়ে এলোপাথারি মারতে থাকে লাভলু। হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ কাছে যেতে সাহস পায়নি। টানা মারপিটের পর লাভলু চলে যায়। আমরা ঘরে প্রবেশ করে বাবাকে মৃত অবস্থায় দেখতে পাই।
এ বিষয়ে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান জানান, ঘটনার সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়াও একজনকে আটক করা হয়েছে।
ঘাতক লাভলুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ইতোপূর্বে বিভিন্ন মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পুলিশের পক্ষ থেকে মূলহোতা লাভলুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের ছোট ছেলে আরিফ মিয়া মামলা দায়ের করেছেন।