টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকার যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এ নিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হলো। এখনো এক নারী নিখোঁজ রয়েছেন।
মৃত রবিউল বগুড়ার ধুনট উপজেলার উজালসিং গ্রামের ফজলুল হকের ছেলে। রোববার দুপুরে দ্বিতীয় দিনের অভিযানে সিরাজগঞ্জের বেলকুচি থানার ভেলুর চর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, শিশু রবিউলের মরদেহ বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হবে। নিখোঁজ নারী ওই শিশুর মা। তাকে উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার দুপুরে যমুনা নদী পার হয়ে সিরাজগঞ্জে যাওয়ার সময় তীব্র বাতাসে ১৪ যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি। এতে ১১ জনকে জীবিত উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে দুইদিন অভিযান চালিয়ে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
সময়/দেশ/রাজ