ফরিদপুরের আলফাডাঙ্গায় করোনায় শনাক্ত হলেন এক যুবক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২২, ২০২০

ফরিদপুরের আলফাডাঙ্গায় করোনায় শনাক্ত হলেন এক যুবক

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ঢাকা ফেরত ৩৬ বছরের এক যুবকের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তার বাড়ী উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামে।


আজ বুধবার ফরিদপুরের সিভিল সার্জন অফিস করোনা পজিটিভ রোগি হিসেবে তাকে শনাক্তের ঘোষণা দেন। বর্তমানে সে তার নিজ গ্রামের বাড়িতে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন তার বাড়ি লকডাউন করেছেন।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান জানান, গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের কর্মীরা তার নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিলেন। ফলাফলে তার করোনা পজেটিভ এসেছে। তার পরিবাবের বাকি সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।


আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান জানান, 'গত তিনদিন আগে ওই ব্যক্তি ঢাকা থেকে এসে তার বাড়িতে অবস্থান নেয়। ধারনা করা হচ্ছে ঢাকাতেই করোনায় আক্রান্ত হয় সে। বর্তমানে তিনি আমাদের মেডিকেল টিমের তত্ত্বাবধানে তার নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। করোনা শনাক্তের খবরের পরে তার বাড়ী লকডাউন করা হয়েছে।'

Post Top Ad

Responsive Ads Here