সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। দেশটিতে নতুন করে ৫৯৬ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩২১ জনই বাংলাদেশি। রোববার ৩২১ জনসহ এখন পর্যন্ত দেশটিতে মোট দুই হাজার ৯২২ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। মোট আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৫৮৮ জন। এছাড়া সুস্থ হয়ে হয়েছেন ৭৬৮ জন।
সিঙ্গাপুরে দুই হাজার ৯২১ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ২২ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
সময়/দেশ/রাজ