নির্মাণের ২০দিনে ব্রিজে ফাটল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ১৯, ২০২০

নির্মাণের ২০দিনে ব্রিজে ফাটল


নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউপির একটি ব্রিজের নির্মাণ কাজ শেষ হওয়ার ২০ দিনের মাথায় ব্রিজটিতে ফাটল দেখা দিয়েছে।


স্থানীয়দের অভিযোগ, তদারকি প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলীর যোগসাজশে এ কাজের শুরুতেই সরকারি শিডিউল অমান্য করে কাজ চালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় কম নির্মাণসামগ্রী এবং কাজের শুরু থেকে নিন্মমানের ইটের খোয়া, সিমেন্ট, বালি, রড ব্যবহার করায় এ ব্রিজের পশ্চিম অংশের ডান-বামের ওয়ালের চার স্থানে ফাটল দেখা দিয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের গ্রামীণ রাস্তার ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের অধীনে ৩০ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ব্রিজটির নির্মাণ কাজ শেষ হয়েছে। উপজেলার চর ফকিরা ইউপির ৭ নম্বর ওয়ার্ডের ডাঙ্গির খালের ওপর ৩৬-১৪ ফুট দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন করেছে কাশেদ এন্টার প্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান।

ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক কাশেদ চৌধুরী বলেন, স্কেবেটারের আঘাতে এ ফাটলের সৃষ্টি হয়েছে। তবে নিন্মমাণের কোনো কাজ হয়নি।

তবে স্থানীয়রা ঠিকাদারের বক্তব্যকে নাকচ করে দিয়ে বলেন, স্কেবেটারের আঘাতে একটি অংশে ফাটল ধরতে পারে দুই পাশের ওয়ালে ফাটল ধরতে পারেনা।

কোম্পানীগঞ্জের ইউএনও মো.ফয়সল আহমেদ বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মো.ফজলুল করিম বলেন, খবর পেয়ে আমি সরেজমিনে ব্রিজটি দেখেছি। ফাটলস্থান ভেঙ্গে পুনরায় ব্রিজটির কাজ শতভাগ সম্পন্ন করে দেবে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে তিনি, প্রকল্পের কাজ তদারকি কর্মকর্তার যোগসাজশের অভিযোগ নাকচ করে দিয়েছেন।



সময়/দেশ/রাজ

Post Top Ad

Responsive Ads Here