করোনা কেড়ে নিলো এক লাখ ৬৩ হাজার প্রাণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ১৯, ২০২০

করোনা কেড়ে নিলো এক লাখ ৬৩ হাজার প্রাণ


সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে এক লাখ ৬৩ হাজার ৮৩৪ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৭৮ হাজার ১৯৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ১৩ হাজার ১৪১ জন।


চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃত উভয় সংখ্যার দিক থেকেই বর্তমানে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৭ লাখ ৪৭ হাজার ১০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৮২১ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে ইতালি। তবে ইউরোপ মহাদেশে শীর্ষে রয়েছে তারা। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬৬০ জনের। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯২৫ জন।

তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ৬৩৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৪১৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৭৩৫ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩২ জনের মৃত্যু হয়েছে।



সময়/আন্ত/রাজ

Post Top Ad

Responsive Ads Here