পাবনার বেড়া উপজেলার শেখপাড়ায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো চারজন চিকিৎসাধীন।
মৃতরা হলেন- ওই এলাকার কালাম শেখ ও তার বাবা আবু শেখ। রোববার রাতে কালাম শেখের মৃত্যু হয়। সোমবার সকালে মারা যান আবু শেখ।
বৃহস্পতিবার সকালে শেখপাড়ার আবু শেখের বাসায় গ্যাস লিক হয়ে আগুন ধরে যায়। আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন আবু শেখ, কালাম শেখ, কালু শেখ, নাতি লিখন, প্রতিবেশী আলহাজ শেখ, গ্যাস বিক্রেতা জাহাঙ্গীর আলম।
বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মিলন মাহমুদ জানান, দগ্ধ ছয়জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আবু শেখ, কালাম শেখ ও কালু শেখকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
সময়/দেশ/নাজ