প্রেমের বিয়ে, শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ২০, ২০২০

প্রেমের বিয়ে, শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার

ফাইল ছবি


গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় শশুরবাড়িতে জামাইয়ের আত্মহত্যা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। সোমবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।


জানা গেছে, দুই বছর আগে গোপালগঞ্জের কাশিয়ানীর পারকরফার মো. জাফর সেখের মেয়ে নিপা খানমের সঙ্গে গাজিপুরের কাপাশিয়ার মো. গোলজার মুন্সির ছেলে মো. ইসমাইল মুন্সির বিয়ে হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।বিয়ের কিছুদিন পর সম্পর্কের অবনতি হয়। 

রোববার ইসমাইল রাত আড়াইটায় গাজিপুর থেকে শশুরবাড়ি কাশিয়ানীতে আসে। সোমবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। 

শশুরবাড়ির লোকজনের দাবি, স্বামী-স্ত্রী ঝগড়া করে একপর্যায়ে স্ত্রীর ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে  ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। পরে দরজা ভেঙ্গে তার মরদেহ বের করা হয়।

স্ত্রী নিপা খানম জানায়, আমাকে গাজিপুরে নিয়ে যাওয়ার কথা বলায় আমি রাজি হইনি।এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করে।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, তদন্ত করে আসল ঘটনা জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




সময়/দেশ/রাজ

Post Top Ad

Responsive Ads Here