সপরিবারে কোয়ারেন্টাইনে ইমরুল কায়েস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ২০, ২০২০

সপরিবারে কোয়ারেন্টাইনে ইমরুল কায়েস


ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোববার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস। সোমবার মেহেরপুর সদর উপজেলায় কায়েসের গ্রামের বাড়ি উজলপুরে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। তবে এরপর সেখানেই সপরিবারে কোয়ারেন্টাইনে আছেন টাইগার ওপেনার।

গত ২৩ মার্চ নছিমনের ধাক্কায় গুরুতর আহত হন বানি আমিন। প্রায় একমাস ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার মৃত্যুর পর রাতেই সবাই গ্রামের বাড়িতে আসেন। ঢাকা থেকে আসায় তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশনা দেয়া হয়।

এ ব্যাপারে মেহেরপুর জেলার সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন বলেন, ক্রিকেটার ইমরুল কায়েস সরকারের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু তিনি ঢাকা থেকে এসেছেন তাই পরিবারের সবাইকে নিয়ে তাকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এখন তিনি গ্রামের বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন।

এর আগে সোমবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির সামনে কায়েসের বাবার জানাজা অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আগেই প্রশাসনের পক্ষ থেকে জনসমাগম নিষিদ্ধ করা হয়। তাই শুধু তার পরিবারের সদস্যরাই জানাজায় অংশগ্রহণ করেন। 

বাবার জানাজায় অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়েন কায়েস। এসময় বাবার আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চান তিনি। এছাড়া চলমান পরিস্থিতির কারণে সবাইকে নিয়ে জানাজা করতে না পারায় সবার কাছে ক্ষমা চান এ ব্যাটসম্যান।



সময়/দেশ

Post Top Ad

Responsive Ads Here