মশার কামড়ে সবাই প্রায় অতীষ্ট! কয়েল জ্বালিয়ে কিংবা অ্যারোসল স্প্রে করেও তাদের ঘর থেকে তাড়ানো যায় না। তবে উপায়? রসুন আছে তো! ভাবছেন রসুন কীভাবে মশা তাড়াবে? শুধু রান্নার স্বাদ বদলাতে কিংবা শারীরিকভাবে সুস্থ রাখতেই নয় রসুন মশা তাড়াতেও সাহায্য করে।
রসুনকে বলা হয় বিভিন্ন রোগের ওষুধ। এমনকি এর কড়া গন্ধও বিভিন্ন অসুখের দাওয়াই। রসুন পোকা-মাকড় দমনেও কার্যকরী! জানেন কি? মধ্যযুগে ইউরোপীয়রা প্লেগ রোগ সারাতেও রসুনের ব্যবহার করেছিল। আর আমাদের প্রাচীন সভ্যতায়ও পোকা-মাকড় দমন করতে রসুনের ব্যবহার করা হতো।
মশার উপদ্রব থেকে বাঁচতে খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারেন রসুনের স্প্রে। এই রসুনের স্প্রে খুব সহজেই বানানো যায়। এজন্য কয়েক কোয়া রসুন খোসা ছাড়িয়ে কুচি করে কেটে অথবা ছেঁচে নিন। এরপর এক বা দেড় কাপ পানিতে রসুন দিয়ে ফুটিয়ে নিন।
এই মিশ্রণটি একটি স্প্রে বোতলে ঢেলে সংরক্ষণ করুন। মশার কামড় থেকে বাঁচতে প্রাকৃতিক এই স্প্রেটি আপনার আশেপাশে ছিটিয়ে নিন। এছাড়াও দরজা, জানালা, ঘরের কোণা ইত্যাদি জায়গায় স্প্রে করুন। মশা ঘর ছেড়েদ্রুত পালাবে।
সময়/তথ্য জ্ঞান