মাগুরার সেই শিশু নির্যাতনকারী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ২০, ২০২০

মাগুরার সেই শিশু নির্যাতনকারী আটক


মাগুরার এক শিশুকে ১০০ টাকা চুরির অপবাদে নির্মম নির্যাতনের ছবি ফেসবুকে ভাইরাল হলে পুলিশ এক ঘণ্টার মধ্যে ওই নির্যাতনকারীকে আটক করেছে। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।


মাগুরা সদর উপজেলার বিলআকছি গ্রামের দিনমজুর ইউসুফ সিকদারের শিশু ছেলে মাদরাসাছাত্র সিয়ামকে প্রতিবেশী রকিবুল সর্দ্দার পিটিয়ে মারাত্মক আহত করেছে।

জানা যায়, রোববার সকালে নয় বছর বয়সী সিয়াম আম কুড়াতে গেলে পাষণ্ড রকিবুল তাকে ১০০ টাকা চুরির অপবাদে নিজের ঘরে আটকে জিআই পাইপ দিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে মারাত্মক আহত করে। নির্যাতনের ছবি একজন সাংবাদিক তার ফেসবুকে রাত ১০টার দিকে পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়। পরে মাগুরার এসপি খান মুহম্মাদ রেজোয়ানের নির্দেশে মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন ও ওসি (তদন্ত) সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রকিবুল সর্দ্দারকে রাত ১১টায় আটক করতে সক্ষম হয়।

সদর থানার ওসি জয়নাল আবেদিন জানান, নির্যাতনকারী রফিকুল আটক হয়েছে। এ ব্যাপারে শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।



সময়/দেশ/রাজ

Post Top Ad

Responsive Ads Here