ব্রাহ্মণবাড়িয়ায় ফের সংঘর্ষ-গুলি, পুলিশসহ আহত ৬৫ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ২০, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় ফের সংঘর্ষ-গুলি, পুলিশসহ আহত ৬৫


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের কমপক্ষে ৬৫ আহত হয়েছে। গতকাল রোববার জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউপিতে এ সংঘর্ষ ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে উপজেলার ডিঘর ও সূচীউড়ার তিতাস নদীর পাড়ে ফারুক মিয়া ধান মাড়াই করছিল। সে সময় কামাল মিয়া নামে এক ব্যক্তি ধান মাড়াইয়ের উপর একটি ছোট ট্রাক উঠিয়ে দেয়। তখন ফারুক বাধা দেয়। এ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়।

বিষয়টি দুইপক্ষের লোকজন জানার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তখন উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দফায় দাফায় কয়েক ঘণ্টা সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সে সময় কামালের পক্ষের লোকজন পুলিশের ওপর চড়াও হয়। তখন শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। এ সময় পাঁচ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের ৬০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ নয় রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। আহতদের স্থানীয় ও পার্শ্ববর্তী হাসপাতালে চিকিৎসা দেয় হয়।

গোকর্ণ ইউপির চেয়ারম্যান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনা ঘটেচ। উভয়পক্ষের আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের উপস্থিতিতে উভয়পক্ষকে বাড়িতে পৌঁছে দিয়েছি। তবে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

নাসিরনগর থানার পরিদর্শক(তদন্ত) কবির হোসেন জানান, করোনার ভয়ে মানুষ যখন ঘরে নাসিরনগরে প্রতিদিনই ঘটছে ঝগড়ার ঘটনা। গতকাল একটি সাধারণ বিষয় নিয়ে উভয়পক্ষের সংঘর্ষ হয়। এতে পাঁচ পুলিশসহ উভয়পক্ষের ৬০ জন আহত হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নয় রাউন্ড ফাঁকা গুলি করা হয়।

তিনি আরো জানান, পরবর্তীতে সংঘর্ষ এড়াতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।



জেলা/সময়/দেশ

Post Top Ad

Responsive Ads Here