সন্ধ্যার পর ঘোরাফেরা, বাবা-ছেলে আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ১১, ২০২০

সন্ধ্যার পর ঘোরাফেরা, বাবা-ছেলে আটক



চট্টগ্রামে সরকারি নির্দেশ অমান্য করে সন্ধ্যার পর ঘোরাফেরা করায় বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- একই এলাকার দুই নম্বর গলির বজল আহমদের ছেলে রফিক আহমদ ও তার ছেলে জাহাঙ্গীর আলম।

পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সন্ধ্যা ছয়টার পর বাইরে থাকার ওপর নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু তা অমান্য করে বিবিরহাট এলাকায় কয়েকজন ঘোরাফেরা করছিলেন। এ সময় বুঝিয়ে অন্যদের বাসায় পাঠালেও বাবা-ছেলে পুলিশের কাজে বাধা দেন। পরে তাদের আটক করে থানায় আনা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


সময়/দেশ

Post Top Ad

Responsive Ads Here