ঈদের আনন্দ ভাগ করে নিতে সদরপুরে অসহায় পরিবার গুলোর মাঝে ঈদ উপহার বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ২৪, ২০২০

ঈদের আনন্দ ভাগ করে নিতে সদরপুরে অসহায় পরিবার গুলোর মাঝে ঈদ উপহার বিতরণ

 

রাকিবুল ইসলাম সদরপুর প্রতিনিধি :


বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টি করা প্রাণঘাতি করোনা ভাইরাসের আক্রমণ  দিন দিন বেড়েই চলেছে। এই ভাইরাস বাংলাদেশেও ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন আক্রন্ত হচ্ছে শত শত মানুষ। বাংলাদেশে যতই দিন যাচ্ছে আক্রন্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা ততই বেড়ে চলছে। এই ভাইরাসের কারনে নি¤œ আয়ের মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে । আর সামনেই হাতছানি দিচ্ছে ইসলাম ধর্মের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। তাই আসন্ন ঈদের আনন্দ ভাগাভাগী করে নিতে প্রাধানমন্ত্রীর ত্রান হতবিল থেকে ফরিদপুরের সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নের ৪শত পরিবারের মাঝে নগদ অর্থ ও উপজেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে উপজেলার ৯টি ইউনিয়নে ৫শত পরিবারের মাঝে চাল, সেমাই, চিনি, দুধ তেল বিরতণ করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার।  


এ খাদ্য সামগ্রী বিতরণ কালে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব সময় জনগণের পাশে রয়েছেন এবং দেশের সকল মানুষের খোঁজখবর নিচ্ছেন। তিনি আরও বলেন, এই দুর্যোগে দেশের কেউ যেন না খেয়ে না থাকে তার জন্য তিনি নি¤œ আয়ের সকল শ্রেনী-পেশার মানুষের খাবারের ব্যবস্থা করছে। সামনে ইসলাম ধর্মের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে সবার মাঝে ভাগ করে নিতে উপজেলার নি¤œ আয়ের পরিবার গুলোকে নগদ অর্থ, চিনি, সেমাই, দুধ, চাল, তেল বিতরন করে আসছি আমরা। যাতে সকলে ঘরে থেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দ করতে পারে।



Post Top Ad

Responsive Ads Here