চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জন হলো।
সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব। ৬৫ বছর বয়সের ওই বৃদ্ধা কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউপির ইছানগর গ্রামের বাসিন্দা।
ডা. আব্দুর রব বলেন, করোনায় আক্রান্ত হয়ে ২৮ এপ্রিল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন ওই বৃদ্ধা। প্রথমে তাকে হাসপাতালের আইসিইউতে রাখলেও অবস্থার উন্নতি হলে বেডে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তিনি মারা যান।
তিনি আরো বলেন, করোনার অবস্থা স্থিতিশীল হলেও দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন এই বৃদ্ধা। যা একদম চূড়ান্ত পর্যায়ে ছিল। এ কারণেই তার মৃত্যু হয়েছে।
সময়/দেশ