মসজিদে নববী খুলে দিচ্ছে সৌদি আরব - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Saturday, May 30, 2020

মসজিদে নববী খুলে দিচ্ছে সৌদি আরব

সময় সংবাদ ডেস্ক//
মদিনার মসজিদে নববী খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। ৩১ মে রবিবার থেকে মসজিদটি খুলে দেওয়া হবে। 

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জেরে আরোপিত লকডাউনে মসজিদটি বন্ধ ঘোষণা করেছিল সৌদি আরব কর্তৃপক্ষ।  তবে লকডাউন শিথিলের অংশ হিসেবে এ পদক্ষেপের ঘোষণা এল।

জানা গেছে, ধারণ ক্ষমতার ৪০ শতাংশ মুসল্লি উপস্থিত হতে পারবে মসজিদে নববীতে। রবিবার ফজরের নামাজ থেকেই চালু হচ্ছে মসজিদটি। সৌদি আরবের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল সৌদিয়া টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জেরে মসজিদে নববী থেকে সব ধরনের কার্পেট সরিয়ে নেওয়া হয়েছে। সে কারণে এখন থেকে মুসল্লিরা মার্বেলের মেঝেতে নিজেদের সঙ্গে আনা জায়নামাজে নামাজ আদায় করবেন।

নামাজ পড়ার সময় অবশ্য করোনাভাইরাস সংক্রান্ত সতর্কতা মেনে চলার নির্দেশনা রয়েছে। মুসল্লিদের মাস্ক পরে থাকতে হবে, শারীরিক দূরত্ব বজায় রেখে কাতারে দাঁড়াতে হবে এবং নামাজ পড়তে আসার সময় নিজের জায়নামাজ নিয়ে আসতে হবে। সূত্র: আল আরাবিয়্যাহ।

৩০-০৫-২০০(AD)

No comments: