বোয়ালমারীতে করোনা যুদ্ধে জয়ী দুই তরুন ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রশাসন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ১৬, ২০২০

বোয়ালমারীতে করোনা যুদ্ধে জয়ী দুই তরুন ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রশাসন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পুতুমদি পাড়া গ্রামের সেই করোনা আক্রান্ত দুই তরুন করোনাকে পরাজিত করে জয়ী হয়েছেন। জয়ী ওই দুই তরুনকে তাদের নিজ বাড়িতে গিয়ে শনিবার (১৬.০৫.২০) বিকেলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, ওসি তদন্ত মো. আহাদুজ্জামান আহাদ।

উপজেলা প. প. কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, পুতুমদিপাড়া  গ্রামের মোজ্জামেল শেখের ছেলে রোমান শেখের (২০) শরীরে গত ২৯ এপ্রিল করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে ১ মে তার আপন ছোট ভাই সুমন শেখের (১৫) শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ ঘটনায় ওই বাড়িসহ আশ পাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়। করোনা শনাক্ত দুই রোগীকে তাদের নিজ বাড়িতে রাখা হয়। বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হয়। গত ১২ এবং ১৪ মে দুই দিন করোনা পরীক্ষা করা হলে নেগেটিভ আসে তাদের। যেহেতু দুইবার শারীরিক পরীক্ষায় নেগেটিভ আসে। সেহেতু বর্তমান তাদের করোনা মুক্ত ঘোষনা করা হয়। তবে তাদেরকে অধিকতর সতর্কতার জন্য আগামী ৭দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here