ফরিদপুরের বোয়ালমারীতে তুষার আতংকে এলাকাবাসি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ২৭, ২০২০

ফরিদপুরের বোয়ালমারীতে তুষার আতংকে এলাকাবাসি


 

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের  কয়েকটি গ্রামের বাসিন্দারা তুষার আতংকে অতিষ্ঠ হয়ে উঠেছে। এই তুষারের চাঁদা বাজি, মাদক, ধান্দাবাজি, সন্ত্রাসী কার্যকলাপে নিরীহ এলাকাবাসিরা এখন আতংকের মধ্যে দিন কাটছে। 


স্থানীয় এলাকাবাসীরা জানায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের চিতারবাজার গ্রামের বাসিন্দা শেখ মঞ্জুর রহমান তুষার (৩৩) এলাকায় স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয় দিয়ে সন্ত্রাসীর রাজত্ব কায়েম করেছে। চাঁদাবাজি, মাদক, ধান্দাবাজি, পরের জমি দখলসহ নানা কাজ করে বেড়াচ্ছে তুষার। তার পিতা ইউপি আ.লীগ সাধারন সম্পাদক শেখ সাজ্জাদুর রহমান হাই ও উপজেলার এক আ’লীগ নেতার আশ্রয়-প্রশ্রয় থেকে এই সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে একাধিক ব্যক্তি বলেন। যার কারণে ধরা ছুয়ার বাইরে রয়েছে এই তুষার। সরকারী আইনকে তোয়াক্কা না করে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এলাকার একাধিক ব্যক্তি আরও জানান, বছর খানেক ধরে তুষার মাথাচাড়া দিয়ে উঠেছে। বিএনপি থেকে নব্য আ’লীগ হয়েই এ সকল তান্ডব চালাচ্ছে সে। এছাড়াও বিভিন্ন বিচার শালিস গিয়ে পক্ষ নিয়ে প্রভাব খাটিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয় সে বলেও অভিযোগ রয়েছে। 


বাজিতপুর গ্রামের বাসিন্দা আমিন মিয়ার স্ত্রী রিক্তা বেগম কিছুদিন আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, তুষার তার বাহিনীর কয়েকটি ছেলে আমার বাড়িতে পাঠিয়ে বলে ২০ হাজার টাকা দিতে আর টাকা না দিলে আমাদের গ্রাম থেকে উচ্ছেদ করে দেবে বলে হুমকি দেয়। এ ছাড়া বিভিন্ন সময় টাকা দাবী করে আসছে বলেও জানান তিনি। 


চিতারবাজার গ্রামের আজিজার মোল্যা অভিযোগ করে বলেন, আমাকে হুমকি দিয়ে বলে তোর জমিজমা আমার লোককে লিখে দিতে হবে আর যদি লিখে না দিস তাহলে তোকে প্রাণে মেরে ফেলবো। জীবনের নিরাপত্তাহীনতায় ঘর বন্দি রয়েছে শুক্রবার থেকে পরিবারটি। তিনি আর বলেন, তুষারের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। কেউ যদি মুখ খুলে তাকে মারধর করে আহত করে এবং তার পরিবারসহ সবাইকে মেরে ফেলার হুমকি দেয়। এলাকায় তুষার সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। আমরা তার হাত থেকে বাচঁতে চাই।  


এদিকে তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে শেখ মঞ্জুর রহমান তুষার বলেন, রাজনৈতি প্রতিপক্ষ প্রতিহিংস পরায়ন হয়ে আমার বিরুদ্ধে এসকল অভিযোগ দিচ্ছে। আমি এর কোনটার সাথেই জরিত নই। আমি ও আমার পিতা রাজনীতি করি এলাকায় এর কারনে অনেকের ক্ষোভ রয়েছে।   


এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনর্চাজ আমিনুর রহমান বলেন, ওর বিরুদ্ধে একটি মামলা হয়েছে কয়েকদিন আগে মারামারির ঘটনাকে কেন্দ্র করে। সেই মামলায় সে বর্তমানে জামিনে রয়েছে। তিনি বলেন এলাকার কেও যদি অভিযোগ দেয়া তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Post Top Ad

Responsive Ads Here