বন্ধ হয়ে গেল পাইলট গড়ার সর্ববৃহৎ একাডেমি - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Tuesday, June 30, 2020

বন্ধ হয়ে গেল পাইলট গড়ার সর্ববৃহৎ একাডেমি


সময় সংবাদ ডেস্কঃ
বন্ধ হয়ে গেল পাইলট গড়ার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান এরিরাং ফ্লাইং স্কুল। রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস বন্ধ ঘোষণা করে ফ্লাইং স্কুলটি। বিষয়টি নিশ্চিত করে স্কুলের একজন শিক্ষার্থী জানান, অনেকের অগ্রিম টাকা দেয়া ছিল। প্রতিষ্ঠানে গিয়ে সেই টাকা বুঝে নেয়ার কথাও জানিয়েছে তারা।

এরিরাং ফ্লাইং স্কুলের একজন কর্মকর্তা বলেন, এটি দক্ষিণ কোরিয়াভিত্তিক একটি প্রতিষ্ঠান। গতকাল হঠাৎ করে সেখান থেকে সিইও জানালেন যে, ‘অনিবার্য কারণবশত’ স্কুল বন্ধ থাকবে।

গত কয়েকবছরে এরিরাং ফ্লাইং স্কুল থেকে মোট ১০০’র বেশি পাইলট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বেসরকারি সব এয়ারলাইন্সে কর্মরত আছেন।

দক্ষিণ কোরিয়াভিত্তিক শিল্প গ্রুপ ইয়াংওয়ানের অঙ্গ প্রতিষ্ঠান এরিরাং ফ্লাইং স্কুল। ২০১০ সালে ফ্লাইং স্কুল প্রতিষ্ঠার অনুমতি পায়। 

No comments: