৭৩ কোটি টাকায় বিক্রি হলো কুরআনের সেই পাণ্ডুলিপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Tuesday, June 30, 2020

৭৩ কোটি টাকায় বিক্রি হলো কুরআনের সেই পাণ্ডুলিপি



সময় সংবাদ ডেস্ক//
৭০ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে ১৫শ শতাব্দীতে মিং রাজবংশের সময়ে এক ধরণের চাইনিজ পেপারে সোনার প্রলেপে লেখা কুরআনের মূল্যবান সেই পান্ডুলিপিটি। টাকার অংকে এর মূল্য দাঁড়ায় ৭৩ কোটি ১৬ লাখ ৪০ হাজার।

লন্ডনের ক্রিশ্চিয়াস নিলাম সেন্টারে ২৬ জুন 'তিমুরিদ কুরআন'-এর এ পাণ্ডুলিপবিক্রির জন্য উপস্থাপন করা হয়েছিল। পাণ্ডুলিপিটি সেখানে নিলামে ৭০ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে।

বিশেষজ্ঞরা আগেই ধারণা করেছিলেন যে, এ পাণ্ডুলিপিটি ৮০০ ডলার থেকে বিট শুরু হবে। যা ১.২ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। অবশেষে তা ৭০ লাখ পাউন্ড তথা ৭৩ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি হলো।

বিশেষ ধরনের চাইনিজ পেপারে লিখিত সাড়ে ৫শ বছরের পুরানো পাণ্ডুলিপিটি দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়। বহু শতাব্দী ধরে কুরআনের এ পাণ্ডুলিপিটির রঙ ও উজ্জ্বলতা অক্ষুন্ন রয়েছে। বিশেষ ধরনের চীনা কাগজে লিখিত কুরআনের এই পাণ্ডুলিপির পৃষ্ঠা এবং প্রচ্ছদে স্বর্ণের কাজ করা রয়েছে।



30-06-2020  (AT)

No comments: