মেহের আমজাদ,মেহেরপুর //
মেহেরপুর সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে তাসবির হুসাইন সজল (২৫) ও আরিফুল ইসলাম (২২) নামের দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল বুধবার মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে সদর থানা পুলিশ । আটক তাসবির হুসাইন সজল মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে এবং আরিফুল ইসলাম একই গ্রামের শুকুর আলীর ছেলে।গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ শালিকা কবরস্থানের কাছে থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের দু’জনের কাছে থেকে পুলিশ ১শ গ্রাম গাঁজা উদ্ধার করে।মেহেরপুর সদর থানার ওসি শাহ্ দারা খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই ব্যক্তির নামে একটি মামলা দায়ের করা হয়েছে।