ফরিদপুর পৌরসভার দোকান মালিকগন ঘড়ে বসেই অন লাইনে ভাড়া পরিশোধ করতে পারবেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ১৫, ২০২০

ফরিদপুর পৌরসভার দোকান মালিকগন ঘড়ে বসেই অন লাইনে ভাড়া পরিশোধ করতে পারবেন

 

ফরিদপুর : 
এখন থেকে ফরিদপুর পৌরসভার নিজস্ব মার্কেটের দোকান মালিকগন ঘড়ে বসেই অন লাইনে মোবাইল ফোনের মাধ্যমে দোকান ঘড়ের ভাড়া পরিশোধ করতে পারবেন। 

ফরিদপুর পৌরসভার  মেয়র শেখ মাহতাব আলী মেথু বুধবার বেলা ১১টায় পৌরসভার সম্মেলন কক্ষে  ডিজিটাল পৌরসভা সার্ভিস সিস্টেমের আওতায় অনলাইনে দোকান ঘর ভাড়া জমা দেওয়ার সফটওয়ার ও বিল জারীর উদ্বোধন করেছেন।মেয়র শেখ মাহতাব আলী মেথু বলেন,  দোকান মালিকগন আগামী   ২১ জুলাই  থেকে মোবাইলের  মাধ্যমে দোকান ঘড়ের ভাড়া  পরিশোধ  করতে পারবেন। 

তিনি জানান, digitalpaurashava.gov. bd এ প্রবেশ করে দোকান মালিক তার ভাড়া পরিশোধ করতে পারবেন।এ সময় পৌরসভার প্রধান নির্বাহী কমকর্তা মোঃ শাহজাহান মিয়া,নির্বাহী প্রকৌশলী মোঃ শামসুল আলম,পৌর সচিব তানজিলুর রহমানসহ পৌরকমকর্তাগন উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here