কলাপাড়া পৌরসভায় ১৫০০ অসহায় ও দু:স্থরা প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত চাল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ২১, ২০২০

কলাপাড়া পৌরসভায় ১৫০০ অসহায় ও দু:স্থরা প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত চাল



রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি //
করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের বিনামূল্যের ১০ কেজি করে চাল পেল কলাপাড়া পৌরসভার ১৫’শ নিম্ন আয়ের অসহায় ও দু:স্থ মানুষ। সোমবার  পৌরসভা চত্বরে দুস্থ মানুষের মাঝে এ চাল বিতরন কার্যক্রম শুরু করেন পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মাছুম বিল্লাহ, হিসাব রক্ষক কার্তিক চন্দ্র হাওলাদার, তদারকি কর্মকর্তা ফরিদ হোসেনসহ স্থানীয় গনমাধ্যম কর্মীরা। 

চাল বিতরন অনুষ্ঠানে মেয়র বলেন, মানবতার মা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌরসভার অন্তর্গত দুস্থ মানুষের জন্য জন্য তাঁর তহবিল থেকে ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন যা আজকে বিতরন করা হল। এছাড়াও ঈদ-উল-আযহা’র বিশেষ ভিজিএফ’র চাল বরাদ্দ দেয়া হয়েছে দুস্থ মানুষের জন্য। আগামী দু’চার দিনের মধ্যে সে চালও নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরন করা হবে।


Post Top Ad

Responsive Ads Here