সময় সংবাদ ডেস্ক//
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার, পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দদুলালকে তৃতীয় দফায় আরো তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শুক্রবার দুপুরে তিন আসামিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে চারদিন করে রিমান্ডের আবেদন করে র্যাব। শুনানি শেষে বিচারক তামান্না ফারাহ তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে হাজিরের আগে কক্সবাজার সদর হাসপাতালে তিন আসামির স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
এর আগে ২৪ আগস্ট দ্বিতীয় দফায় ওসি প্রদীপসহ সাত পুলিশ সদস্যকে চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন বিচারক।