কাউখালীতে বঙ্গবন্ধু’র ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে চিরাপাড়া অটো ড্রাইভার সমবায় সমিতির আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২৯, ২০২০

কাউখালীতে বঙ্গবন্ধু’র ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে চিরাপাড়া অটো ড্রাইভার সমবায় সমিতির আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

কাউখালী প্রতিনিধি//
পিরোজপুরের কাউখালীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদত বার্ষিকী  ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চিরাপাড়া পারসাতুরিয়া অটো ড্রাইভার সমবায় সমিতির আয়োজনে আজ শুক্রবার বিকালে সমিতির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। চিরাপাড়া পারসাতুরিয়া অটো ড্রাইভার সমবায় সমিতির সভাপতি ও চিরাপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদী শাহিন রেবেকা চৈতী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সুনীল কুন্ডু, কাউখালী থানার ওসি মোঃ নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শেখ নিয়াজ আহম্মেদ, চিরাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক রাকিব উদ্দীন পাভেল, চিরাপাড়া পারসাতুরিয়া অটো ড্রাইভার সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম হাওলাদার প্রমুখ। 

আলোচনা শেষে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাহফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।





Post Top Ad

Responsive Ads Here