মনোহরদীতে শিল্পপার্ক করার ঘোষণা দিলেন শিল্পমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২৯, ২০২০

মনোহরদীতে শিল্পপার্ক করার ঘোষণা দিলেন শিল্পমন্ত্রী

সময় সংবাদ ডেস্ক//
নরসিংদীর মনোহরদীতে শিগগিরই শিল্পপার্ক করা হবে। এ ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শুক্রবার বিকেলে মনোহরদী পৌরসভা চত্বরে ‘স্বাধীনতার সংগ্রাম’ ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ ঘোষণা দেন। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ‘স্বাধীনতার সংগ্রাম’ ভাস্কর্যটির উদ্বোধন করা হয়।

শিল্পমন্ত্রী পৌরসভার মেয়রের প্রশংসা করে বলেন, তরুণ এ মেয়র বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মনোহরদী পৌরসভাকে একটি আধুনিক এবং নান্দনিক পৌরসভা হিসেবে রূপান্তর করেছেন। বিগত পৌর নির্বাচনের আগে পৌরবাসীকে উন্নয়নের যেসব আশ্বাস দিয়েছিলাম এ মেয়র তা বাস্তবায়ন করে চলেছেন।

মন্ত্রী আরো বলেন, নরসিংদী জেলায় কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। মনোহরদী এবং বেলাব উপজেলার রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদরাসার ব্যাপক উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। 

মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান বীরু, ইউএনও শাফিয়া আক্তার শিমু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হক, ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট খায়রুল মজিদ মাহমুদ চন্দন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমএস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সামাদ মোল্লা যাদু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান তারা, প্রমুখ। 

এ ছাড়া উপজেলা যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউপির চেয়ারম্যান এবং পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।



Post Top Ad

Responsive Ads Here