রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৭৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২০

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৭৩


সময় সংবাদ ডেস্ক//
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৭৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের প্রত্যেকেই মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। তাদের হেফাজত থেকে তিন হাজার ৩০৫ পিস ইয়াবা, ২৬১ গ্রাম হেরোইন, ২৫ কেজি ৬৬০ গ্রাম গাঁজা, ৪২ বোতল ফেনসিডিল ও ২৪০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।


Post Top Ad

Responsive Ads Here