এএসপি পরিচয় দিয়ে ধরা পড়লেন আরেক শাহেদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২০

এএসপি পরিচয় দিয়ে ধরা পড়লেন আরেক শাহেদ

সময় সংবাদ ডেস্ক//
শাহেদ সরদার। দীর্ঘদিন ধরে নিজেকে এএসপি হিসেবে পরিচয় দিয়ে অনেকের সঙ্গে প্রতারণা করেছেন। তবে শেষ রক্ষা হয়নি। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি।

সোমবার রাতে বগুড়া সদর থানার পেছনে সেলিম হোটেলের সামনে থেকে শাহেদকে আটক করা হয়। আটক শাহেদ বগুড়া শহরের জয়পুরপাড়ার শামছুল হকের ছেলে।

মঙ্গলবার দুপুরে বগুড়া সদর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, শাহেদ সরদার নিজেকে এএসপির পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের সঙ্গে প্রতারণা করছিলেন। এমন অভিযোগে সোমবার রাতে অভিযান চালিয়ে বগুড়া সদর থানার পেছনে সেলিম হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশ হেড কোয়ার্টার্সের বেশ কিছু চিঠি উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই করে চিঠিগুলো ভুয়া প্রমাণিত হয়। প্রতারক শাহেদের বিরুদ্ধে মামলা করেছেন বগুড়া সদর থানার এসআই গোলাম মোস্তফা। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



Post Top Ad

Responsive Ads Here