যশোরে ব্যাংকের সামনেই বোমা ফাটিয়ে ১৭ লাখ টাকা ছিনতাই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২০

যশোরে ব্যাংকের সামনেই বোমা ফাটিয়ে ১৭ লাখ টাকা ছিনতাই


সময় সংবাদ ডেস্ক//

যশোরে ব্যাংকের সামনেই এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বোমা ফাটিয়ে পালিয়ে গেছে তারা।

মঙ্গলবার দুপুরে যশোর শহরের কোতোয়ালি থানা এলাকায় বেসরকারি ইউসিবিএল ব্যাংকের যশোর শাখার সামনে দিনে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী এনামুল হক জানান, তিনি ব্যবসা প্রতিষ্ঠানের টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে। এরপর ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোমার আঘাতে ব্যাংকের সামনের অংশের কাচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) তাসমীম আলম জানান, আহত ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। দুর্বৃত্তদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।

Post Top Ad

Responsive Ads Here