ভয়াবহ বিস্ফোরণের পরও মসজিদে অক্ষত আছে কোরআন! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ০৫, ২০২০

ভয়াবহ বিস্ফোরণের পরও মসজিদে অক্ষত আছে কোরআন!

ভয়াবহ বিস্ফোরণের পরও মসজিদে অক্ষত আছে কোরআন!
সময়/নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা বড় মসজিদে ভয়াবহ বিস্ফোরণের পরও অক্ষত আছে কোরআন শরীফ ও হাদিসের বইগুলো। মসজিদে তেমন কোনো সরঞ্জাম বা আসবাবপত্র না থাকলেও জানালার কাচ ও দেয়ালের টাইলস চূর্ণ হয়ে গেছে।

শনিবার ভোরে এলাকাবাসী জানান, মসজিদের ভিতরে থাকা ৬টি এসির ফিল্টার ও বিদ্যুতের সংযোগ তার, জায়নামাজ, তসবিহ, প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। কিন্তু কোরআন শরীফ ও হাদিসের বইগুলোর কিছুই হয়নি।

এর আগে, শুক্রবার রাত ৯টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে (বড় মসজিদ) বিস্ফোরণের ঘটনায় শিশুসহ ৪০ জন দগ্ধ হয়েছেন এবং এরইমধ্যে ১১জন মারা গেছেন।


Post Top Ad

Responsive Ads Here