মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২০
নির্বাচনী আচরন বিধি লংঘন করায় নির্বাচন কমিশনে চিঠি
ডিসি চিঠিতে উল্লেখ করেছেন, ১০ অক্টোবর নির্বাচন সম্পন্ন হয় এবং নিক্সন চৌধুরীর সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী বিজয় লাভ করেন। কিন্তু নির্বাচন-পরবর্তী জনসভায় নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী ও সংসদ সদস্য নিক্সন চৌধুরী এবং তার অনুসারীরা নির্বাচনে ১২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করার বিষয় উল্লেখ করে জেলা প্রশাসনের প্রতি চরম বিষোদগার করেন। দায়িত্ব পালনরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে অত্যন্ত মানহানিকরভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদর্শন করেন। তার অনুসারীদের দিয়ে কুরুচিপূর্ণ ¯েøাগান দেওয়ান যা একজন সংসদ সদস্য বা একজন সুস্থ মানসিকতাসম্পন্ন মানুষের পক্ষে অকল্পনীয়। তিনি নির্বাচকালীন দায়িত্ব পালনরত একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার) কর্তৃক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে এক ব্যক্তিকে স্বল্প সময়ের জন্য আটক রাখার কারণে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসারের কাছে ভদ্রলোকের পক্ষে উচ্চারণ অনুপযোগী অশালীন অভব্য ভাষায় গালিগালাজ করেন।
Tags
# জেলার সংবাদ
# faridpur
# national
About shomoysangbad
national
লেবেলসমূহ:
জেলার সংবাদ,
faridpur,
national
Author Details
সময় সংবাদ | shomoysangbad.com Is a Popular Online Bangla News company. 24x7 Latest and breaking news of home and abroad, entertainment, sports etc