পরকীয়ার জেরে সন্তান হত্যা, মাসহ তিনজনের যাবজ্জীবন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ১২, ২০২০

পরকীয়ার জেরে সন্তান হত্যা, মাসহ তিনজনের যাবজ্জীবন



বরিশাল প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জে পরকীয়ার জেরে শিশু রনি হত্যা মামলায় মাসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার সকাল ১১টায় জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহিদ আহমেদ আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।


দণ্ডিতরা হলেন- শিশুর মা মোসাম্মদ কনা বেগম ও তার দুই প্রেমিক শাহিন নলী এবং রুহুল আমীন নলী।


রাষ্ট্রপক্ষের আইনজীবী লস্কর নূরুল হক জানান, ঘটনার দিন ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি দুপরে মায়ের পরকিয়া মেলামেশার বিষয়টি দেখে ফেললে রনিকে তার মা দুই প্রেমিকের সহায়তায় গলাটিপে হত্যা করে। এরপর রনিকে সাপে কেটেছে বলে দাফন করতে গেলে স্থানীয় এক ইউপি সদস্যের সন্দেহ হলে বাধা দেয়।


পরে খবর পেয়ে রনির বাবা লতীফুল্লা দুয়ারী পরদিন কাজীরহাট থানায় মামলা দায়ের করেন। এই মামলায় ২৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতের বিচারক তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Post Top Ad

Responsive Ads Here