‘নকল সোনা’ দেখিয়ে নারীদের নিঃস্ব করতেন তারা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৮, ২০২০

‘নকল সোনা’ দেখিয়ে নারীদের নিঃস্ব করতেন তারা





ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নকল সোনার বার প্রতারক চক্রের সাত সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব।


বুধবার দুপুরে র‌্যাব-১৪ এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিও লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন। এর আগে, মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটকরা হলেন- রুবেল মিয়া, শিপন, আমিনুল ইসলাম, আব্দুর রশীদ, মোশাররফ হোসেন, সাইফুল ও রাব্বিল হাসান।


লে. কর্নেল এফতেখার উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় নকল সোনাকে আসল সোনা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছিল একটি চক্র। তারা সহজ-সরল নারীদের প্রলোভন দেখিয়ে স্বর্ণালংকারসহ টাকা হাতিয়ে নিতেন। তাদের মূল টার্গেট প্রবাসীর স্ত্রীরা। ১২ নভেম্বর এমন অভিযোগ পেয়ে তদন্তে এর সত্যতা পায় র‌্যাব। এরপর মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে আটক করা হয়।



এ সময় তাদের কাছ থেকে ১০টি নকল সোনার বার, নকল স্বর্ণের হাতলযুক্ত দুটি চামচ, হাতল ছাড়া একটি চামচ, একটি মেটাল পলিশ, হাতলসহ এক্স ব্লেড, ড্রিল মেশিন, সিএনজিচালিত অটোরিকশা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


র‌্যাব-১৪ এর সিও আরো জানান, আটকদের দেয়া তথ্যমতে বুধবার সকালে শহরতলীর শম্ভুগঞ্জ এলাকায় ফের আভিযান চালানো হয়। সেখান থেকে চক্রটির আরো তিন সদস্যকে আটক করা হয়।




সময়/রাজ/দ

Post Top Ad

Responsive Ads Here