২৬ মার্চে বঙ্গবন্ধুর ছবির (পদস্থ স্থানে) অবমাননা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মার্চ ২৬, ২০২১

২৬ মার্চে বঙ্গবন্ধুর ছবির (পদস্থ স্থানে) অবমাননা



ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী :

সারাদেশের ন্যায় রাজশাহী চারঘাট উপজেলায় যথাযথ মর্যাদার সহিত পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। ২৬ মার্চ ১৯৭১ ঠিক এই দিনের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। অথচ এই দিনেই চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে নিচে বঙ্গবন্ধুর ছবিসহ পোষ্টার স্থান পেয়েছে পদস্থ স্থানে। উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন দপ্তরের কেউ বঙ্গবন্ধুর প্রকৃত স্থানের গুরুত্ব দেয় নি। 

যার আত্মত্যাগ না থাকলে এই বাংলার মানুষ তার নিজের ভাষায় কথা বলতে পারতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দেশ ও জনগনের কথা না ভাবলে আজ এই দেশ স্বাধীন হতো না, মানুষ ফিরে পেত না তার স্বাধীনতার ভৌমত্ব। অথচ এই মহান নেতার প্রতি শ্রদ্ধা ও ভক্তি আজ মন থেকে কেউ দিচ্ছে না। বিভিন্ন দিবসে সরকারী নির্দেশনায় বঙ্গবন্ধুর ছবি বা প্রতিকৃতিতে ফুল দিয়ে সন্মান প্রদর্শন করছেন কিন্ত তা “অতি ভক্তি চোরের লক্ষণ” আবার কিছু সময় মাথায় লাথি পায়ে ছালাম করার ন্যায় হচ্ছে। 

চারঘাট উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের বঙ্গবন্ধুর ছবিটি যেমন নি¤œ স্থানে রয়েছে। ওই সময় উপজেলা, পৌরসভা চেয়ারম্যান, ইউএনও, ওসি, মুক্তি যোদ্ধা কমান্ডার, আ’লীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের সভাপতি, সম্পাদক, নেতা ও কর্মীরা বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করছে। প্রকৃত অর্থে প্রিয় মানুষকে ভালবাসলে তার প্রতিটি কথার শব্দ, তার স্মৃতির সকল অস্তিত্বের দৃশ্যমান সব কিছুর উপরে শ্রদ্ধা ও ভক্তি থাকার কথা ছিল। কিন্ত তার বহিঃপ্রকাশ হয়নি, বঙ্গবন্ধুর ছবিটি রয়ছে মানুষের পদস্থ স্থানে।   

রাজশাহীসহ দেশের নানা প্রান্তে সরকারী বা দলীয় দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবিসহ পোষ্টার অনেক আপত্তিকর স্থানে লাগানো থাকে যা সত্যিই শ্রদ্ধার স্থান প্রমান বহন করে না। বর্তমান পেক্ষাপটে কিছু ত্যাগি বঙ্গবন্ধুর অনুসারী ব্যাতিত সিংহভাগ নেতা ও কমী বা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ একরকম সরকারী কর্মসূচী পালন করছেন মাত্র। সর্বপরি বঙ্গবন্ধুর ছবি যথাযথ মর্যাদার স্থানে স্থাপন করতে হবে। যততত্র বঙ্গবন্ধুর ছবি লাগানো যাবে না এমনটা বলেছেন বঙ্গবন্ধুর প্রকৃত বয়জোষ্ঠ শুভাকাঙ্কিরা। এই সংবাদটি পাঠানোর পূর্ব মহুত পর্যন্ত ছবি গুলোর অবস্থান যথাস্থানে ছিল। এছাড়া প্রেরিত ছবিটি বিভিন্ন নেতা কর্মীদের ফেসবুক পেইজে শেয়ার করা হয়েছে। ২৬ মার্চ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান চলমান থাকায় উপস্থিত বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 


Post Top Ad

Responsive Ads Here