ফরিদপুরে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় দুই দিনব্যাপী মেলা চলছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মার্চ ২৮, ২০২১

ফরিদপুরে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় দুই দিনব্যাপী মেলা চলছে

 

প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দরা এলজিইডি স্টল ঘুরে দেখছেন।  

 

ফরিদপুর প্রতিনিধি : 

স্বাধীনতার ৫০ বছর পরে বাংলাদেশের এক অনন্য অর্জনে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসাবে রুপান্তর হওয়ায় দুদিনের মেলা শুরু হয়েছে ফরিদপুরে। আজ রবিবার মেলার শেষ দিন।

এরআগে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে, ২৭ মার্চ শনিবার শহরের অম্বিকা ময়দানে এ উত্তোরণ উৎসবের উদ্ধোধন করা হয়।


মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে  উত্তরণ উৎসবের উদ্ধোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।
 

এরপর বেলা ১১টায় আলোচনা সভায়  বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, জেলা আওয়ামী মহিলা লীগের সদস্য সচিব আইভি মাসুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক ড. হজরত আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল্লা মোঃ আসাদ প্রমূখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারী রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা।

পরে উন্নয়নের চিত্র তুলে ধরে উত্তোরণ উৎসবের সভা শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা মেলার স্টল পরিদর্শন করেন। উত্তোরণ মেলায়  ৩২টি স্টল রয়েছে।


বক্তারা বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ পরিনত হয়েছে এখন। পঞ্চাশ বছরের মাথায় এসে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের সুপারিশ অর্জন করা বাংলাদেশের জন্য সুশাসন ও গণতান্ত্রিক চর্চার পরিবেশ তৈরির পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য দূর করা এবং রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাই বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বিশ্লেষক ও তরুণদের অনেকে। যদিও কৃষি নির্ভর অর্থনীতির দেশ হয়েও স্বাধীনতার পরে খাদ্য ঘাটতি ছিলো ব্যাপক। সেই সময়ে দারিদ্র এবং ভঙ্গুর অর্থনীতির কারণেও বিশ্বে আলোচনায় ছিলো দেশটি। বাংলাদেশকে তাচ্ছিল্য করা হতো। এখন দেশ উন্নয়নের লক্ষ্যে এগিয়ে আছে।

Post Top Ad

Responsive Ads Here