ফরিদপুরে ভাঙ্গা থানা আক্রমন হেফাজতে ইসলামের নেতা-কর্মিদের, আহত-৬ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মার্চ ২৭, ২০২১

ফরিদপুরে ভাঙ্গা থানা আক্রমন হেফাজতে ইসলামের নেতা-কর্মিদের, আহত-৬

 

ফরিদপুর প্রতিনিধি :  
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গতকালের হেফাজতে ইসলামের ঘোষিত কর্মসূচি বিক্ষোভে অংশ নিয়ে ফরিদপুরের ভাঙ্গা থানা আক্রমন করেছে হেফাজতে ইসলামের নেতা-কর্মিরা। এসময় তারা ভাঙ্গা থানায় ঢিল ছোড়াসহ থানার প্রধান গেটে আক্রমন করে। 


শনিবার দুপুরের নামাজ শেষে পৌরসভার আশেপাশে বিভিন্ন মসজিদ থেকে এসে তারা এই ঘটনা ঘটায়। 


ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা জানান, দুপুরের নামাজ শেষে পৌরসভার আশেপাশে বিভিন্ন মসজিদ থেকে এসে হেফাজতে ইসলামের নেতাকর্মিরা থানায় আক্রমন করে। পরে পুলিশ ৪০/৪৫ রাউন্ড রোবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে এ ঘটনায় ছয় পুলিশ আহত হয়েছে। তিনি বলেন ঘটনাস্থল থেকে দুইজনকে সন্দেহ জনক ভাবে আটক করা হয়েছে।  


এদিকে খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান সহ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকা জুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 


এ ঘটনায় জরিতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে সর্বশেষ জানাগেছে।

Post Top Ad

Responsive Ads Here