ফরিদপুরের প্রবীণ শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ এর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ০৩, ২০২১

ফরিদপুরের প্রবীণ শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ এর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের র্সবজনশ্রদ্ধেয় শিক্ষাবিদ জ্ঞানের আলোর পথিকৃৎ ও ফরিদপুর প্রেসক্লাবের প্রবীণ সদস্য সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ এর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে অম্বিকাপুর মহাশ্মশান ঘাটে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। এসময় পরিবারের লোকজন ছাড়াও তার অসংখ্য গুনাগাহী উপস্থিত ছিলেন।   


এর আগে শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে তিনি ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল (বিএসএমএমসি) এর আইসিইউতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর বয়স।  


ফরিদপুর ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আসম জাহাঙ্গির চৌধুরী টিটো জানান, গত ২৯ মার্চ জাগদীশ চন্দ্র ঘোষ অসুস্থতাজনিত কারণে ডায়বেটিক হাসপাতালে ভর্তি হন। এরপর নমূণা পরীক্ষায় তাঁর করোনা সনাক্ত হলে ৩১ মার্চ তাঁকে বিএসএমএমসির আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তার ৮টা ৪৫ মিনিটের দিকে তিনি মারা যান।
সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাবে আনা হয় তার মৃতদেহ। সেখানে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, ফরিদপুরের জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর প্রেসক্লাব সহ সর্বজন শ্রদ্ধা নিবেদন করেন। 


ফরিদপুরের বাতিঘর, সর্বজন শ্রদ্ধেয় প্রবীন সাংবাদিক ও শিক্ষাবিদ শ্রী জগদীশ চন্দ্র ঘোষ (তারাপদ ঘোষ) স্যারের মৃত্যুতে ফরিদপুরে শোকের ছায়া নেমে এসেছে।

Post Top Ad

Responsive Ads Here