মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ০৪, ২০২১

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ



দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের (এমবিবিএস) ২০২০-২০২১ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।


এ বছর ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ৪ হাজার ৩৫০ জন। তাদের মধ্যে ছাত্র দুই হাজার ৪১ এবং ছাত্রী দুই হাজার ৯ জন।


এদিকে ন্যূনতম ৪০ নম্বর পেয়ে পাস করেছেন ৪৮ হাজার ৯৭৫ জন। সে হিসাবে পাসের হার ৩৯.৮৬।


রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরে স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক ব্রিফিংয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।


এর আগে শনিবার ফলাফল প্রকাশের ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা-শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব বলেন, ফলাফল তৈরির কাজ চলছে। দ্রুততম সময়ে ফলাফল প্রকাশিত হবে। 


উল্লেখ্য, রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে (১০০ নম্বরের নৈব্যক্তিক প্রশ্নপত্র) এ পরীক্ষা হয়। এবার মোট এক লাখ ২২ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী নিবন্ধন করেছিল।

Post Top Ad

Responsive Ads Here