আরো এক সপ্তাহ বাড়তে পারে লকডাউন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ১৮, ২০২১

আরো এক সপ্তাহ বাড়তে পারে লকডাউন

 


নিজস্ব প্রতিবেদক,সময় সংবাদ ডটকমঃ

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক থাকায় চলমান লকডাউন আরো এক সপ্তাহ বাড়তে পারে। লকডাউন পরিস্থিতি পর্যালোচনা করতে আগামী সোমবার এক সভা ডাকা হয়েছে। 

শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, করোনার সংক্রমণ এখনো বেশি। তাই লকডাউন আরো এক সপ্তাহ বাড়তে পারে। তবে এ বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত নেয়া হবে।


করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সারাদেশে আটদিনের সর্বাত্মক লকডাউন এরই মধ্যে শুরু হয়েছে। গত সোমবার দুপুরে বিধিনিষেধ আরোপ করে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত আট দিনের কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।


১৪ এপ্রিল (বুধবার) ভোর ৬টা থেকে আগামী ২১ এপ্রিল (বুধবার) মধ্যরাত পর্যন্ত এ লকডাউনে জরুরি সেবা, শিল্প-কারখানা, পণ্য পরিবহন ও সীমিত পরিসরে ব্যাংকের লেনদেন ছাড়া সবকিছুই বন্ধ রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here